সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন আট বছর পর একসাথে
শেষবার আট বছর আগে কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী ও। গত সোমবার বিকেলে সৈয়দ…

শেষবার আট বছর আগে কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী ও। গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

নিউইয়র্ক ভয়েজকে গতকাল দুপুরে সাবিনা ইয়াসমীন বলেন, ‘হানিফ সংকেতের সঙ্গে আমার সম্পর্কটা যে পর্যায়ের, তাঁকে না বলাটাও সম্ভব নয়, তাই গানটি গেয়েছি। এই গানের মাধ্যমে অনেক বছর পর হাদী ভাইয়ের সঙ্গে নতুন গান গাওয়া হলো আড্ডাও হলো এবং সময়টাও ভালো কাটল।’ গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘এই গানে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনা চমৎকারভাবে করা হয়েছে। মোহাম্মদ রফিকউজ্জামান ভাই যেভাবে গানের কথাগুলো লিখেছেন, ইমনও দারুণ সুর করেছে। সংগীতায়োজনেও একটা নতুনত্ব আছে।’

সৈয়দ আব্দুল হাদী জানান, ‘হানিফ সংকেত তো নাছোড়বান্দা মানুষ। সে যেটা চায়, করেই ছাড়ে। অনেক দিন নতুন গান গাওয়া হয় না, সেভাবে আগ্রহও পাই না। হানিফ এমনভাবে বলল, গানটাও ভালো লাগল, তাই গাইলাম। দেশের গান সাধারণত একটু ধীরগতির হয়। কিন্তু এই গানটা একটু দ্রুতগতির, জমজমাট গান যাকে বলে। যেহেতু হানিফের ঈদের অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে, তাই সুরে ও সংগীতে উৎসবের আবহটাও রাখার চেষ্টা করা হয়েছে। দেশাত্মবোধক গানের ব্যাপারটাই হচ্ছে কথাগুলো পরিচ্ছন্নভাবে বলা হয়, এখানেও সেটাই বজায় ছিল।’
সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীনের সঙ্গে এই গানে বর্তমান সময়ের আরও ১০ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন। তাঁরা হলেন রাজীব, কিশোর, সাব্বির, ইমরান, অয়ন চাকলাদার, লিজা, খেয়া, সিঁথি সাহা, অবন্তি সিঁথি ও আতিয়া আনিসা।