আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না: আরিফিন শুভ

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না: আরিফিন শুভ

‘মুজিব’ ছবিতে অভিনয়ের জন্য চিত্রনায়ক আরিফিন শুভকে নিয়ে রাজনৈতিক পটপরিবর্তনে নানান আলোচনা হয়েছে। ঢাকার পূর্বাচলে আওয়ামী শাসনামলে পাওয়া ১০ কাঠা জমির বরাদ্দও বাতিল হয়। এর পর থেকে শুভকে বাংলাদেশের কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। হঠাৎ করে জানা যায়, হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ভারতে আছেন তিনি।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভকে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে দেখা যায়নি। আজ সোমবার ভারতের বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজারে আরিফিন শুভর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সচেতনভাবে তিনি অরাজনৈতিক একজন মানুষ। অভিনয় ছাড়া কিছুই করেন না।


আরিফিন শুভ বলছেন, ‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’
সারা জীবন দুটি জিনিসকে গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে শুভ বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে, সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব, কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি, আমি সবটা বোঝাতে পেরেছি।’