নিউইয়র্ক বঙ্গবন্ধু বইমেলা ২০২৫: শুধু বই নয়, আত্মপরিচয়ের উৎসব
- নিউ ইয়র্ক
- 1 minute read
নিউইয়র্কে আয়োজিত ‘বঙ্গবন্ধু বইমেলা ২০২৫’ শুধুমাত্র একটি বইয়ের প্রদর্শনী নয়, এটি এক বিশাল সাংস্কৃতিক অভ্যুত্থান, এক জাতিগত আত্মপরিচয়ের উৎসব। প্রবাসে থেকেও আমরা যেন বাংলার গন্ধ, ভাষার আত্মা এবং ইতিহাসের গৌরব স্পর্শ করতে পারি—এই লক্ষ্যেই এ বইমেলার আয়োজন।
বইমেলা মানে শুধুই বই কেনাবেচা নয়; এটি বাঙালির গান, কবিতা, জারি-সারি, বাউল, ভাটিয়ালি, এবং সর্বোপরি বাঙালির ভেতরগত চেতনার উদযাপন। এই চেতনা যখন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়, তখনই গড়ে ওঠে জাতিসত্তার সাংস্কৃতিক ভিত্তি।
এই উৎসবের মূল প্রাণ ‘বঙ্গবন্ধু’ নামকরণ নিয়েও এসেছে নানা মত। অনেকেই প্রশ্ন তুলেছেন, বঙ্গবন্ধুর নামে বইমেলা সার্বজনীনতার পরিপন্থী কিনা। এর জবাবে বইমেলার অন্যতম উদ্যোক্তা ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বলেন, “বইমেলার নাম হতে পারত ‘মুক্তবাংলা’, ‘চিরায়ত বাংলা’ কিংবা ‘স্বাধীন বাংলা’। কিন্তু শুধুমাত্র ‘বঙ্গবন্ধু’ নামেই এসব কিছুর সারাংশ নিহিত রয়েছে।”
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি হাসানাল আব্দুল্লাহ বলেন, “বস্তুত বাংলাদেশের ডাকনাম—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।” এই মন্তব্যে প্রতিধ্বনি করে আমি বলি— ‘যেখানেই বঙ্গবন্ধু, সেখানেই থামি।’
আমরা বিশ্বাস করি, ‘বঙ্গবন্ধু বইমেলা’ শুধুই বইয়ের সমাবেশ নয়, এটি আমাদের ঐতিহাসিক আত্মপরিচয়ের পুনরাবিষ্কার, সংস্কৃতির অনুরণন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সেতুবন্ধন।
-আসলাম আহমাদ খান, নিউইয়র্ক, ১৪ মে ২০২৫