নেত্রকোনায় মাজু হত্যা মামলার আসামি রতন ফকির গ্রেফতার
- ময়মনসিংহ
- 1 minute read
নেত্রকোনার মদন উপজেলায় মাজাহারুল ইসলাম মাজু (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রতন ফকির (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত রতন ফকির একই উপজেলার মাহড়া ফকির বাড়ির মৃত মিজাজ আলীর ছেলে। তিনি মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব-১৪ (সিপিসি-২), ময়মনসিংহ-এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) সোমবার (১২ মে) বেলা ১০টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গত রোববার (১১ মে) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল নেত্রকোনার কেন্দুয়া থানাধীন বাদেকেন্দুয়া দুলাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ভুক্তভোগী মাজাহারুল ইসলাম মাজুর সঙ্গে আসামিদের পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২৯ মার্চ রাত ৯টার দিকে মাজু যখন সিংহের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন, তখনই তার ওপর হামলা চালানো হয়। বাড়ির সন্নিকটে কাঁচা রাস্তায় ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাজুকে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় মাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ এপ্রিল সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ৮ এপ্রিল নিহতের ছোট ভাই মো. আজিজুল ফকির মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র্যাব-১৪ মামলার ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় মূল অভিযুক্তদের একজন রতন ফকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনার মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় বলে র্যাব জানায়।