ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় দুপুরে তাকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায়।

পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। বিকেল ৪টার দিকে তাকে সেখানে হাজির করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, “তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার একটি মামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে আন্দোলনের বিরোধী অবস্থান গ্রহণ এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বর্তমানে তাকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

এই ঘটনায় শোবিজ অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নুসরাত ফারিয়ার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।