হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত আরও ৬০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান বাতিল করেছে। বিশ্ববিদ্যালয়টিকে ইহুদি বিদ্বেষ ও জাতিগত বৈষম্য দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে এইচএইচএস জানায়, “হার্ভার্ডে ইহুদি বিরোধী হয়রানি এবং বৈষম্য সহ্যযোগ্য নয়। ফেডারেল তহবিল কেবল এমন প্রতিষ্ঠানকেই প্রদান করা হবে, যারা সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে।” এর আগে মার্চ মাসে হার্ভার্ডের ২২০ কোটি ডলারের বেশি অনুদান স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন।

শিক্ষা বিভাগের সচিব লিন্ডা ম্যাকমাহন এক চিঠিতে বলেন, “হার্ভার্ড উচ্চশিক্ষাকে উপহাসে পরিণত করেছে। গবেষণার জন্য সরকারি অর্থ আর তাদের দেওয়া হবে না।” এ সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড ইতোমধ্যে আদালতে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির দাবি, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী ও ফেডারেল আইন লঙ্ঘন করে। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার জানিয়েছেন, গবেষণার জন্য তারা নিজস্ব তহবিল থেকে ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে।

দ্বন্দ্বের সূচনা মার্চ মাসে, যখন দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের জেরে ট্রাম্প প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। প্রশাসন দাবি করে, এসব বিক্ষোভে ‘ইহুদি বিদ্বেষ’ ছড়ানো হচ্ছে। তবে ছাত্রনেতাদের দাবি, তারা গাজায় ইসরায়েলি অভিযানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন।

ট্রাম্প ও ডানপন্থি রাজনীতিকরা দীর্ঘদিন ধরেই হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম বামপন্থার প্রচার ও ডানপন্থি মত দমনের অভিযোগ করে আসছেন।