একদিনেই রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল ৭৮০ যুদ্ধবন্দি: ইতিহাসে নজিরবিহীন সমঝোতা

একদিনেই রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল ৭৮০ যুদ্ধবন্দি: ইতিহাসে নজিরবিহীন সমঝোতা

সাড়ে তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রথমবারের মতো একদিনেই এত বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার উভয় দেশ ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে—যা এ যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, মুক্তিপ্রাপ্তদের অর্ধেক অর্থাৎ ৩৯০ জন ইউক্রেনের এবং বাকি ৩৯০ জন রাশিয়ার নাগরিক। এর মধ্যে প্রত্যেক দেশই ২৭০ জন সামরিক ও ১২০ জন বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবন্দিদের এই মুক্তি তুরস্কে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের ফলস্বরূপ।

এই বৈঠকে মোট ১ হাজার বন্দি মুক্তির বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে শুক্রবার ৭৮০ জন মুক্তি পান। বাকি ২২০ জনকে শনিবার ও রোববারের মধ্যে ছাড়ার কথা রয়েছে।

মুক্তিপ্রাপ্তদের অভিব্যক্তি ছিল আবেগঘন। ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির বলেন, “আমার স্ত্রী এসেছিল সপ্তাহিক সাক্ষাৎ করতে, কিন্তু আমাকে মুক্ত অবস্থায় দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়।” অন্যদিকে, রুশ সেনা ওলেকসান্দার তারাসোভ বলেন, “এখনো বিশ্বাস হচ্ছে না আমি মুক্ত।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, “এই সমঝোতা ভবিষ্যতে বড় কোনো সুসংবাদের বার্তা বয়ে আনতে পারে।”

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা আরও উজ্জ্বল করল।