সঞ্চয়পত্র কেনার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

সঞ্চয়পত্র কেনার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত নাগরিকদের কাছে সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। সরকারি গ্যারান্টি ও স্থায়ী মুনাফার হার—এই দুয়ের সমন্বয়ে সঞ্চয়পত্র অনেকের জন্য অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। তবে বিনিয়োগের আগে কিছু বিষয় বিবেচনায় না রাখলে ক্ষতিও হতে পারে।

নিচে সঞ্চয়পত্র কেনার আগে যে ১০টি পরামর্শ মনে রাখা জরুরি, তা তুলে ধরা হলো—

১. দ্রুত টাকা প্রয়োজন হলে নয়
সঞ্চয়পত্র সাধারণত ৩ থেকে ৫ বছরের মেয়াদে হয়ে থাকে। এটি অগ্রিম ভাঙালে মুনাফা কমে যায়। তাই হঠাৎ অর্থের প্রয়োজন হলে সঞ্চয়পত্র উপযুক্ত নয়।

২. বেশি বিনিয়োগে কমে যেতে পারে মুনাফা
বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ থেকে ১২.৫ শতাংশ। তবে ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে ধাপে ধাপে সুদের হার কমে যেতে পারে। মুনাফার ওপর উৎসে করও রয়েছে।

৩. মূল্যস্ফীতি বিবেচনায় রাখুন
দেশে গড় মূল্যস্ফীতি এখনো ১০ শতাংশের বেশি। ফলে আপনি যে মুনাফা পাবেন, তা প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়াবে কিনা—সে বিষয়টিও ভাবতে হবে।

৪. সীমিত পরিমাণেই কেনা যাবে
প্রতিটি সঞ্চয়পত্রের ক্ষেত্রে ব্যক্তি ও যৌথ বিনিয়োগের নির্দিষ্ট সীমা আছে। যেমন, পরিবার সঞ্চয়পত্রে নারীরা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

৫. কারা কিনতে পারবেন
বাংলাদেশি নাগরিক, প্রবাসী ও নির্দিষ্ট শর্তে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা সঞ্চয়পত্র কিনতে পারেন। পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন শুধু নারীরা।

৬. কাগজপত্র প্রস্তুত রাখুন
সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাব নম্বর, টিআইএন সার্টিফিকেট (যদি থাকে), এবং অর্থের উৎসের প্রমাণ লাগবে।

৭. অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক
২০২১ সাল থেকে ‘জাতীয় সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেম’ (DNS)–এ অনলাইন নিবন্ধন ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারছেন না।

৮. প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা করুন
সব টাকা সঞ্চয়পত্রে না রেখে কিছু নগদ অর্থ নিজের কাছে রাখুন। প্রয়োজনে তাৎক্ষণিক খরচের জন্য এটি কাজে লাগবে।

৯. দালাল নয়, অফিস থেকেই কিনুন
প্রতারণা এড়াতে ডাকঘর, বাংলাদেশ ব্যাংক বা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই সঞ্চয়পত্র কিনুন।

১০. ব্যাংক হিসাব থাকলেই মিলবে মুনাফা
সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়। তাই সঞ্চয়পত্র কেনার আগে একটি কার্যকর ব্যাংক হিসাব খোলা প্রয়োজন।

পড়ুন: বিদেশ থেকে ফিরলে বিনা শুল্কে আনা যাবে ১৯টি পণ্য