থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত: তিনজনের মৃত্যু

থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত: তিনজনের মৃত্যু

থাইল্যান্ডের প্রাচুপ খিরি খানের মুয়াং বিভাগে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন পুলিশের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নঙ কক গ্রামে বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি থাই পুলিশের কানচানবুরি এভিয়েশন ইউনিটের অন্তর্গত ছিল এবং একটি অভিযান শেষে সুরাত থানি বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংক পোস্ট ও থাই ফায়ার অ্যান্ড রেসকিউ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও এক মেকানিক ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের নাম—পুলিশ মেজর প্রাতুয়াং চুলেট, পুলিশ ক্যাপ্টেন সোংপোল বোনচাই ও পুলিশ লেফটেনেন্ট থিনাক্রিত সুয়াওন্নই।

দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে তিনজনই নিহত হন। তবে হেলিকপ্টারে থাকা একজন ব্যক্তি প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও একই বিভাগে পুলিশের একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল, যাতে ছয়জনের মৃত্যু হয়।

এই ধারাবাহিক দুর্ঘটনা থাই পুলিশের এভিয়েশন ইউনিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।