প্যারাসেল দ্বীপে চীনের সর্বাধুনিক বোম্বার মোতায়েন: সামরিক বার্তা না কৌশলগত সংকেত?
- আন্তর্জাতিক
- 1 minute read
দক্ষিণ চীন সাগরের বিবাদপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন দুটি এইচ-৬ বোমারু বিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তথ্য যাচাই শেষে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধ চলে আসছে। এর মাঝে এমন উচ্চক্ষমতাসম্পন্ন বোম্বার মোতায়েনকে সামরিক শক্তি প্রদর্শনের কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
সিঙ্গাপুরের রাজরত্নম আন্তর্জাতিক অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কোলিন কোহ বলেন, “দীর্ঘ পাল্লার এই বোম্বারগুলোর প্যারাসেলে মোতায়েনের কোনও অপারেশনাল প্রয়োজন নেই। বরং এটি যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন পক্ষের প্রতি চীনের রাজনৈতিক ও সামরিক বার্তা।”
মার্কিন প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে শক্তি প্রদর্শন?
মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা হেগসেথের ফিলিপাইন সফরের সময় বিতর্কিত স্কারবোরা শোলের ওপর দিয়ে দুটি এইচ-৬ বিমান উড়তে দেখা যায়। সফরে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের প্রতি ‘লৌহসম অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করে, যার প্রতিক্রিয়ায় চীন এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২০ সালেও চীন প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে বোমারু বিমান মোতায়েন করেছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্কের সৃষ্টি করে।
পারমাণবিক সক্ষমতা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম
এইচ-৬ সিরিজের বিমানগুলো মূলত স্নায়ুযুদ্ধ আমলের ডিজাইন হলেও, আধুনিকীকরণের মাধ্যমে বর্তমানে এগুলো জাহাজ বিধ্বংসী ও ভূমি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। কিছু সংস্করণ আবার পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপেও সক্ষম।
বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এমন পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
বিরলভাবে ব্রিটিশ রণতরি মোতায়েনের প্রস্তুতি
এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী মাসে একটি ব্রিটিশ রণতরি দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হবে, যা অঞ্চলটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম বড় ধরনের ব্রিটিশ নৌসামরিক উপস্থিতি হবে।
রয়টার্স জানায়, বোম্বার মোতায়েন নিয়ে চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।