বিসিবিতে নেতৃত্বে আবারও পরিবর্তন, নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
- খেলাধুলা
- 1 minute read
মাত্র ৯ মাসের ব্যবধানে ফের বদল, ক্রিকেট বোর্ডের ১৬তম প্রধান হলেন সাবেক অধিনায়ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর শীর্ষ পদে আবারও পরিবর্তন। মাত্র ৯ মাসের ব্যবধানে বিদায় নিতে হলো সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে। শুক্রবার (৩০ মে) বিকেলে বোর্ড পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশের ক্রিকেট ইতিহাসে তিনি বোর্ডের ১৬তম সভাপতি।
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই প্রভাব পড়ে ক্রিকেট বোর্ডেও। এরপর ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে ফারুক আহমেদ বোর্ড পরিচালকের দায়িত্ব পান এবং পরে বিসিবির সভাপতি নির্বাচিত হন। তবে নানা বিতর্ক, অনিয়ম এবং পরিচালকদের মধ্যে বিরোধের কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন ৮ জন পরিচালক। এর জের ধরেই বোর্ডের সর্বোচ্চ পদে এল নতুন নেতৃত্ব।
নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নাম। জাতীয় দলের সাবেক এই ব্যাটার এবং অধিনায়ক ১৯৮৮ সাল থেকে ২০০২ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন সক্রিয়। ওয়ানডেতে অভিষেকের পর তিনি খেলেছেন ৩৯টি ম্যাচ, যেখানে করেছেন ৭৯৪ রান। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। টেস্টে তার অভিষেক বাংলাদেশের প্রথম টেস্টেই, ২০০০ সালে ভারতের বিপক্ষে, যেখানে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি। ১৩টি টেস্টে তার সংগ্রহ ৫৩০ রান, একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ।
বুলবুলের অধিনায়কত্বকালও স্মরণীয়। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনস্থ ১৬টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। যদিও তখনকার দল তুলনামূলক দুর্বল ছিল, তবুও আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুর সেই সময়টায় দলের জন্য তিনি ছিলেন অন্যতম ভরসা।
খেলোয়াড়ি জীবন শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-তে উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন বুলবুল। বিসিবির শীর্ষ পদে তার আগমন অনেকটাই প্রতীকী ও বাস্তবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বোর্ডের নীতিগত পরিবর্তন, স্বচ্ছতা এবং খেলোয়াড় স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছে দেশের ক্রিকেট অঙ্গন।
তবে বুলবুলের মেয়াদ আপাতত অন্তর্বর্তীকালীন, যা আগামী অক্টোবর পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে বিসিবির নিয়মিত নির্বাচন। নির্বাচনে জয়ী হলে তিনিই হতে পারেন দীর্ঘমেয়াদি সভাপতি।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেট কাঠামোতে কী পরিবর্তন আনেন বুলবুল—এখন সেই দিকেই তাকিয়ে আছে পুরো ক্রীড়ামহল। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক সংযোগ দেশের ক্রিকেটের জন্য কতটা ইতিবাচক হয়, তা সময়ই বলে দেবে।