ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিল ইরান
- আন্তর্জাতিক
- 1 minute read
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদি শত্রু ও তার জঘন্য সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
পরিষদের বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতা’র জবাবে একটি ‘দৃষ্টান্তমূলক ও অপমানজনক প্রতিক্রিয়া’ জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ভোররাতে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এ প্রতিক্রিয়ার বাস্তবায়ন হয়েছে।
ইরানের দাবি, এসব হামলা ছিল তাদের ভূখণ্ডে চালানো আগ্রাসনের একটি আনুপাতিক ও সময়োপযোগী জবাব। “এই পদক্ষেপ শত্রুকে অনুশোচনা করতে বাধ্য করেছে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে,”—বলা হয় বিবৃতিতে।
যুদ্ধবিরতি হলেও প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী
পরিষদ আরও জানায়, “শত্রুদের কথায় আস্থা না রেখে, ট্রিগারে হাত রেখে যেকোনো লঙ্ঘনের জন্য প্রস্তুত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।” প্রয়োজনে দ্রুত, নির্ণায়ক ও প্রতিহতকারী জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
পাল্টা হুমকি ইসরায়েলের
অন্যদিকে ইরান যুদ্ধবিরতি ঘোষণা করলেও তাদের বিরুদ্ধে আগেই হামলার অভিযোগ এনে তীব্র প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, “ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে আমরা তেহরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার নির্দেশ দিয়েছি।”
এই বিবৃতির সূত্রে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে।
তবে ইরান হামলার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও প্রতিক্রিয়া জানানো বন্ধ করবে।”