হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, গত মাসে পারস্য উপসাগরে নিজেদের জলযানে সামুদ্রিক মাইন বোঝাই করেছে ইরানি বাহিনী। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ১৩ জুন ইরানে ইসরায়েল প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক দিনের মধ্যেই ইরান এই প্রস্তুতি নেয়। যদিও মাইনগুলো এখনও প্রণালিতে মোতায়েন করা হয়নি, যুক্তরাষ্ট্রের ধারণা, ইরান হয়তো বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধের প্রস্তুতি নিচ্ছিল।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এটি বন্ধ হলে জ্বালানি মূল্যে ব্যাপক উথাল-পাথাল দেখা যেতে পারত। তবে এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি। বরং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা সরবরাহে বড় বাধা সৃষ্টি হয়নি বলে ইঙ্গিত দেয়।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর, ইরানের পার্লামেন্ট প্রণালি বন্ধের পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করে। যদিও এটি বাধ্যতামূলক নয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

রয়টার্স জানায়, মাইনগুলো কখন ও কোথায় বোঝাই করা হয়েছিল এবং আদৌ মোতায়েন করা হয়েছে কিনা—তা যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন কর্মকর্তারাও তথ্যের উৎস প্রকাশ করেননি, তবে এমন গোয়েন্দা তথ্য সাধারণত স্যাটেলাইট নজরদারি বা গোপন উৎস থেকে পাওয়া যায়।

এ বিষয়ে পেন্টাগন ও জাতিসংঘে ইরানের মিশন থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।