সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার
- বাংলাদেশ
- 1 minute read
কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত হত্যা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি বলেন, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট শামীমা আক্তার খানম আওয়ামী লীগের নারী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে এক সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে আশরাফ সিদ্দিকী বিটু শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালীন সময় তাঁর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগের প্রচারমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
ডিবি সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে সহিংস কর্মকাণ্ডে উস্কানি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং আন্দোলনে সহায়তা করার অভিযোগ।
গ্রেপ্তারকৃতদের আগামী দিনে আদালতে হাজির করা হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।