সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে সরকার গঠন করেছে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। গত ৭ মে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে গমন করেন। এরপর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এ প্রেক্ষিতে শুক্রবার (১১ মে) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের তদন্তের আওতায় থাকবে তিনটি প্রধান বিষয়:
১. সাবেক রাষ্ট্রপতি কীভাবে বিদেশে গমন করেছেন, তা খতিয়ে দেখা।
২. এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা দায়িত্বহীনতা রয়েছে কি না, তা নির্ধারণ করা।
৩. দায়িত্ব পালনে কারা ব্যর্থ হয়েছেন, তা চিহ্নিত করে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সুপারিশ পেশ করা।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিটি প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্যপ্রমাণ চাইতে পারবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ বা সাক্ষাৎকার নেওয়ারও ক্ষমতা থাকবে তাদের। সংশ্লিষ্ট সব সংস্থাকে কমিটির নির্দেশ অনুসরণ করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য করা হয়েছে।

এছাড়া, কমিটি প্রয়োজন মনে করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। তদন্ত কাজে প্রশাসনিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।