ভুটানের লিগে ঝলক কৃষ্ণার: অভিষেকেই জোড়া গোল
- ফুটবল
- 1 minute read
বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার ভুটানের নারী ফুটবল লিগে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলো ছড়িয়েছেন। সোমবার (১২ মে) তার দল ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৭ গেলেফু একাডেমিকে। ম্যাচের দুই অর্ধেই গোল করে নিজের আন্তর্জাতিক ক্লাব ক্যারিয়ার শুরুটা স্মরণীয় করে রাখলেন কৃষ্ণা।
গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপের দলে ফিরলেও পায়ের চোট ও শৃঙ্খলাজনিত কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন কৃষ্ণা। সংযুক্ত আরব আমিরাত সফরে কোচ পিটার বাটলারের সিদ্ধান্তের বিরোধিতায় জড়ানো ১৮ ফুটবলারের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ফলে জাতীয় দলের হয়ে খেলা হয়নি কৃষ্ণার। এবার ভুটানের ঘরোয়া লিগে তিনি মাঠে নেমেই জবাব দিলেন পারফরম্যান্স দিয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কৃষ্ণা। প্রথম গোল করেন ৬৩ মিনিটে, বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে উদযাপনে মাতেন। এরপর ৭৮ মিনিটে আরও একবার স্কোরশিটে নাম লেখান। সতীর্থের পাস থেকে আলতো ছোঁয়ায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
ম্যাচ শেষে কৃষ্ণা রানী সরকার বলেন, “অনেক দিন পর মাঠে নামলাম। সে জন্য কিছু সুযোগ মিস হয়েছে। তবে জোড়া গোল করতে পেরে ভালো লাগছে। আত্মবিশ্বাস আরও বেড়েছে। চেষ্টা থাকবে পরের ম্যাচগুলোতে আরও ভালো করার।” কৃষ্ণার মতো আরও ১০ জন বাংলাদেশি নারী ফুটবলার ভুটানে লিগ খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়েই তার সঙ্গে খেলছেন জাতীয় দলের মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। দল হিসেবে প্রথম ম্যাচেই শক্তিমত্তা দেখিয়েছে তারা।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের পরবর্তী ম্যাচ ৭ জুন উগেন একাডেমি ফুটবল ক্লাবের বিপক্ষে। কৃষ্ণা সেই ম্যাচেও গোল করতে চান এবং নিজের ফর্ম ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।