ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন, খোঁড়াখুঁড়ির কাজ বন্ধের নির্দেশ
- বাংলাদেশ
- 1 minute read
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিনব্যাপী ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ঈদের আগে ও পরে রাজধানীসহ সারা দেশে সব ধরনের সড়ক খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, ঈদের দিন, ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন—মোট ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। এই সময়ে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদের এক সপ্তাহ আগে থেকে রাজধানীতে চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, তিতাস গ্যাস, টেলিফোন বিভাগসহ যেকোনো সংস্থার খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, এমআরটি (মেট্রোরেল), এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণকাজ ঈদের ছুটির আগে বন্ধ রাখা হবে। একই সঙ্গে যাত্রীদের পারাপারের জন্য পর্যাপ্ত ফেরির ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস ও আশপাশের সড়কটি যান চলাচলের জন্য দ্রুত উন্মুক্ত করারও নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগামী ২০ মের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা শেষে জানানো হয়।