মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় শনিবার, মাত্র ২১ দিনে শেষ হলো বিচার

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় শনিবার, মাত্র ২১ দিনে শেষ হলো বিচার

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ মাত্র ২১ দিনের মধ্যে শেষ হয়েছে। আগামী শনিবার (১৮ মে) এ মামলার রায় ঘোষণা করবে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মামলার শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল ইসলাম এবং বিশেষ কৌঁসুলি হিসেবে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়েছে। তারা আশা করছেন, আদালত দৃষ্টান্তমূলক শাস্তির রায় দেবেন।

মামলায় মোট ২৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারা, দণ্ডবিধির ৫০৬ ও ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়।

ঘটনার পটভূমি অনুযায়ী, ২০২৪ সালের ৬ মার্চ শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টার পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ১৩ মার্চ শিশুটি মারা যায়। শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে দ্রুত বিচারকাজ শুরু হয় এবং টানা শুনানির মাধ্যমে ২১ দিনের মধ্যে বিচারকাজ শেষ হয়। মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

আরো পড়ুন : ধানমন্ডি থেকে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার