রাশিয়ায় দাবানলে ছাই ৬ লাখ ২৯ হাজার হেক্টর বনভূমি

রাশিয়ায় দাবানলে ছাই ৬ লাখ ২৯ হাজার হেক্টর বনভূমি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জাবায়কালস্কি ক্রাই-তে ভয়াবহ দাবানলে ৬ লাখ ২৯ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। গত এপ্রিলের শেষ দিকে শুরু হওয়া এই দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। বর্তমানে জাবায়কালস্কি ক্রাই’র ২২টি স্থানে আগুন সক্রিয় রয়েছে।

রাশিয়ার বনবিভাগ জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ১৪ লাখ হেক্টর বনভূমি দাবানলে পুড়েছে। যা যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে ক্ষতিগ্রস্ত এলাকার তুলনায় তিনগুণ বেশি।

ইউরোপের জলবায়ু সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জাবায়কালস্কি অঞ্চলে দাবানল শত শত মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বুরইয়াশিয়া প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে এবং বনভূমিতে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর মার্চ থেকে এ পর্যন্ত বুরইয়াশিয়ায় ১৭৪টি দাবানলের ঘটনা ঘটেছে, যার ৯০ শতাংশের জন্য দায়ী মানুষের অসর্তকতা। সাধারণত মে মাসের মাঝামাঝি দাবানলের মৌসুম শুরু হলেও এবার তা দুই মাস আগেই শুরু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে ৫৩০ জন অগ্নিনির্বাপক কর্মী।