তার্কিশ প্লেনের ইঞ্জিনে আগুন, দক্ষ পাইলটের কারণে রক্ষা পেলেন ২৮০ আরোহী
- জাতীয়
- 1 minute read
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার কারণে নিরাপদে জরুরি অবতরণ সম্ভব হয়, যার ফলে প্রাণে রক্ষা পান প্লেনের ২৮০ আরোহী।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর পাইলট দেখতে পান, প্লেনের একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিনের একটি) স্পার্ক বা আগুনের ঝলক দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি প্লেনটি ফিরিয়ে আনেন এবং আকাশে চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে সোয়া ৮টার দিকে জরুরি অবতরণ করান।
প্লেনটি নিরাপদে অবতরণ করার পর শাহজালাল বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে এবং তার ভেতর থেকে একটি মৃত পাখি উদ্ধার করে। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি বার্ড হিট (Bird Hit) ঘটনা হতে পারে।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “উড্ডয়নের পরপরই পাইলট ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন। সম্ভবত বার্ড হিট হয়েছে।”
উক্ত ফ্লাইটে ১৯ জন বিজনেস শ্রেণির যাত্রী, ২৫৬ জন ইকোনমি ক্লাসের যাত্রী, পাঁচজন শিশু ও ১১ জন ক্রু সদস্য ছিলেন।
এর আগেও গত ১৬ মে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। তবে সেই ফ্লাইটও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।