নগর ভবনের সামনে বিশৃঙ্খলা: পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নুরের বিরুদ্ধে ডিএনসিসির অভিযোগ
- জাতীয়
- 1 minute read
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে। বুধবার (২১ মে) বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অনুরোধ জানান। প্রকৌশলী পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয় বলে জানালে, নুর তার ওপর চাপ সৃষ্টি করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।
ডিএনসিসির দাবি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক জড়ো করে নুর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। ওই সময় বিক্ষোভকারীরা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেয়, যা করপোরেশনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে বলেন, “আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং প্রশাসক মোহাম্মদ এজাজ অতীতে হিযবুত তাহরীরের নেতা ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তার বিরুদ্ধে গাবতলী পশুর হাট ইজারায়ও অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা সে কারণেই তার অপসারণ দাবি করেছি।”
প্রসঙ্গত, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ দাবিতে গতকাল নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।