বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নিতে পারেন নতুন সভাপতি আমিনুল ইসলাম
- খেলাধুলা
- 1 minute read
অনাস্থার পর বদলে যাচ্ছে নেতৃত্ব, অন্তর্বর্তীকালীন প্রধান হতে পারেন বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের নেতৃত্বে পরিবর্তনের আভাস। আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ডের জরুরি পরিচালনা পর্ষদের সভা। এতে সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। কিন্তু আট পরিচালকের অনাস্থা ও সাম্প্রতিক একাধিক বিতর্কের জেরে মাত্র এক বছরের আগেই তাঁর মেয়াদ শেষ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁর কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয় এবং নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়। বিসিবিও এনএসসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
বৃহস্পতিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত বোর্ড সভায় আমিনুল ইসলামকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির এক সিনিয়র পরিচালক। তিনি বলেন, “বোর্ড পরিচালকদের সর্বসম্মত উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জন কাউন্সিলর প্রত্যাহার ও আরেকজনকে নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে এখন সভাপতি নির্বাচন হবে, যা বিকেলেই সম্পন্ন হতে পারে।”
জানা গেছে, সদ্য সমাপ্ত বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু ও বিসিবির প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত এনএসসির তদন্ত প্রতিবেদনে বর্তমান সভাপতির ব্যর্থতার বিষয়টি উঠে আসে। সেই রিপোর্টও অনাস্থার পেছনে বড় ভূমিকা রেখেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, অনাস্থা জানানো আট পরিচালকের তালিকায় ফারুক আহমেদের আত্মীয় ও বোর্ড পরিচালক আকরাম খান শুরুতে স্বাক্ষর করেননি। তবে রাতের জরুরি সভায় তিনিও উপস্থিত ছিলেন।
বিসিবির ঘনিষ্ঠ সূত্রমতে, আগামী অক্টোবরেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। নতুন সভাপতির মেয়াদ হবে চার মাস, এরপর নির্বাচন মাধ্যমে চূড়ান্ত সভাপতি নির্বাচিত হবে।
বাংলাদেশের ক্রিকেটে এই রকম হঠাৎ করে পরিবর্তন বড় কোনো বার্তা বহন করছে কি না—তা নিয়ে ইতিমধ্যেই ক্রীড়ামহলে আলোচনা শুরু হয়েছে।