নেইমারের ‘হ্যান্ড অব গড’: বিতর্কিত গোল, লাল কার্ড ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

নেইমারের ‘হ্যান্ড অব গড’: বিতর্কিত গোল, লাল কার্ড ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও শিরোনামে। তবে diesmal তা কোনো দৃষ্টিনন্দন গোল কিংবা ঝলমলে নৈপুণ্যের জন্য নয়—বরং বিতর্কিত এক গোলের কারণে। বোতাফোগো বনাম সান্তোস ম্যাচে ‘হ্যান্ড অব গড’–এর মতো এক ঘটনার জন্ম দিয়েছেন নেইমার, যার ফল হয়েছে তার জন্য বুমেরাং। লাল কার্ড দেখতে হয়েছে, এবং এখন সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

✋ হাত দিয়ে গোল—তারপর কী ঘটল?
ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল স্কোরলাইন। সেই সময়ে বোতাফোগোর গোলকিপার সান্তোসের একটি আক্রমণ রুখে দিলেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হন। সুযোগ বুঝে বক্সে ঢুকে পড়েন নেইমার। ঠিক তখনই প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে, তার আগেই নেইমার ডান হাতে বল জালে পাঠিয়ে দেন। রেফারি তাৎক্ষণিকভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।

📉 ফলাফল ও প্রভাব
নেইমারের বিদায়ের ১০ মিনিট পরই বোতাফোগো ম্যাচের জয়সূচক গোল করে ১–০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। সান্তোসের জন্য এই হারে ছিল করুণ পরিণতি—২০ দলের মধ্যে তারা নেমে গেল ১৮তম স্থানে। প্রায় দেড় মাস পর মাঠে ফিরেও নেইমারের প্রত্যাবর্তন রাঙানো হলো না।

🗣️ নেইমারের ব্যাখ্যা ও অনুশোচনা
ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে নিজের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন নেইমার। তিনি লেখেন:

“গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। সতীর্থ ও ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতাম। এই ৩ পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক।”

📝 চুক্তির শেষ প্রান্তে
৩০ জুন শেষ হচ্ছে নেইমারের সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তি। লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি, অর্থাৎ এই ম্যাচটিই হয়তো ছিল সান্তোসের জার্সিতে নেইমারের শেষ উপস্থিতি। এখন দেখার বিষয়, ক্লাবটির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেন কিনা।

নেইমারের এই ‘হাত দিয়ে গোল’ ঘটনা অনেকে তুলনা করছেন ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সঙ্গে। তবে এক্ষেত্রে তার পরিণতি একেবারে উল্টো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে—এটা কি ছিল কিশোর বয়সের নায়ক ম্যারাডোনার অজান্তেই অনুসরণ, নাকি চাপের মুখে একটা ভুল সিদ্ধান্ত?