সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
- জাতীয়লিড
- 1 minute read
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অনিয়ম ও প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
এর আগে, গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালে সামরিক সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে তিনি তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের সহায়তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা বাতিল করেন।
অভিযোগে আরও বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতের কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালায়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন ওঠে।