নতুন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে
- তথ্যপ্রযুক্তি
- 1 minute read
এখন ক্যামেরা চালু না করেই ধরা যাবে হোয়াটসঅ্যাপের ভিডিও কল। এত দিন কেউ ভিডিও কল করলে সেটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন দেখানো হত। ক্যামেরা আপনা থেকে অন হয়ে যেত। আপনি চান বা না চান, অপর প্রান্তের মানুষটি আপনাকে দেখতে পাবেনই। কিন্তু এখন থেকে তা আর হবে না। ভিডিও কল এলে আগে অপশন দেখাবে যে, ক্যামেরাটি আপনি চালু করতে চান কি না। অর্থাৎ ক্যামেরার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবেই গ্রাহকের হাতে থাকবে। এই পরিবর্তনের ফলে বাড়বে গ্রাহকের নিরাপত্তা।
এখন হোয়াটসঅ্যাপের ভিডিও কল এলে স্ক্রিনে অপশন দেখাবে ‘টার্ন অফ ইয়োর ভিডিও’। সেখালে ক্লিক করলেই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। এরপর দেখাবে ‘অ্যাকসেপ্ট উইদাউট ভিডিও’। সেটিতে ক্লিক করলে কেবল ভয়েস-মোড চালু থাকবে। এরপর আপনি যত খুশি কথা বলুন, আপনাকে কেউ দেখতে পাবে না। যদি আপনি চান, মাঝপথে ভিডিও অন করতে, সে অপশনও আছে। সে ক্ষেত্রে কল চলার সময়েই ‘টার্ন অন ইয়োর ভিডিয়ো’-তে ক্লিক করলেই ক্যামেরা চালু হয়ে যাবে।