শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র, হচ্ছে সরাসরি সম্প্রচার

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র, হচ্ছে সরাসরি সম্প্রচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত ‘জুলাই গণহত্যা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন।

রবিবার (১ জুন) সকালে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী সংঘটিত সহিংসতায় হাজারো নিরীহ নাগরিক নিহত হন। তদন্ত সংস্থার প্রতিবেদনে শেখ হাসিনাকে ওই সময়ের “প্রধান নির্দেশদাতা” হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়।

গত ১২ মে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ তদন্ত ও প্রমাণ যাচাইয়ের পর প্রসিকিউশন দপ্তর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়াটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এ সম্প্রচারিত হচ্ছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় দেশজুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থা, নাগরিক সমাজ ও রাজনৈতিক মহল আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।