টানা ১২ দিনের অবস্থানেও পূরণ হয়নি পবিস শ্রমিকদের ৭ দফা দাবি
- জাতীয়
- 1 minute read
টানা ১২ দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিদ্যমান সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে গত ২১ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনও কোনো ফলপ্রসূ সাড়া পায়নি সরকারের পক্ষ থেকে।
রোববার (১ জুন) আন্দোলনের ১২তম দিনে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, আগের তুলনায় আন্দোলনকারীদের সংখ্যা আরও বেড়েছে। রোদ, ঝড় কিংবা বৃষ্টির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন পবিস কর্মীরা। যদিও তারা সারাদেশে বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখেছেন, তবু সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আজ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের অবস্থানে যোগ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।
আন্দোলনকারীদের অভিযোগ, কয়েকদিন আগে গঠিত তদন্ত কমিশনের ওপর তারা আস্থা রাখতে পারছেন না। তাদের দাবি, কমিশনের সুপারিশ নয়, সরাসরি ৭ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা ছাড়া আন্দোলন থেকে তারা সরে আসবেন না।
পবিস কর্মীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১. আরইবি চেয়ারম্যানের অপসারণ,
২. একীভূত চাকরি বিধি চালুসহ আরইবি-পবিস একত্রীকরণ বা পুনর্গঠন,
৩. লাইন শ্রমিক ও মিটার রিডারদের চাকরি নিয়মিতকরণ,
৪. মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল,
৫. হয়রানিমূলক বদলি ও বরখাস্ত বাতিল,
৬. জরুরি সেবায় নিয়োজিতদের জন্য শিফটিং ডিউটি ও জনবল পূরণ,
৭. অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে কার্যক্রম পরিচালনা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ (১ জুন) মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে আসবে বলে জানানো হয়েছে। তবে দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন বন্ধের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা।