‘বিদেশি ভিসা নিষেধাজ্ঞার পেছনে অনেকাংশে আমরা নিজেরাই দায়ী’ — পররাষ্ট্র উপদেষ্টা

‘বিদেশি ভিসা নিষেধাজ্ঞার পেছনে অনেকাংশে আমরা নিজেরাই দায়ী’ — পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশি ভিসা প্রদানে বিভিন্ন দেশের সতর্কতার জন্য অনেকাংশে বাংলাদেশ নিজেরাই দায়ী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই বিষয়ে আমরা অনেক হোমওয়ার্ক করেছি। বিদেশি ভিসা সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে আসে, তার পেছনে বেশিরভাগ সময় আমাদেরই দায় থেকে যায়। বিশেষ করে দেশের কিছু অসাধু ব্যবসায়ী এবং মানবপাচারকারীরা এর জন্য দায়ী, যারা মানুষ পাঠানোর কাজে যুক্ত।”

মো. তৌহিদ হোসেন আরও বলেন, “মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই। বরং, সেই দেশটিতে বৈধভাবে কর্মরত নেপালি শ্রমিকের সংখ্যা আমাদের চেয়ে বেশি। আমাদের দেশে অবৈধভাবে যাওয়া শ্রমিকের সংখ্যাই বেশি ছিল, যা মূলত আমাদেরই ব্যর্থতা। এটা মালয়েশিয়ার দোষ নয়।”

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই বিষয়টিতে আমাদের নিজেদের ঘর গুছানো প্রয়োজন। এখানে অনেক কিছু করার আছে, যা আমাদেরই হাতে।”