বিদেশ থেকে ফিরলে বিনা শুল্কে আনা যাবে ১৯টি পণ্য
- জাতীয়
- 1 minute read
বিদেশফেরত যাত্রীরা এখন নির্দিষ্ট কিছু পণ্য শুল্ক ও কর ছাড়াই দেশে আনতে পারবেন। নতুন অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত ব্যাগেজ (Baggage) রুলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার সর্বোচ্চ ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করে আনার সুযোগ থাকছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী সর্বোচ্চ ৬৫ কেজি এবং ১২ বছরের নিচের যাত্রী ৪০ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক ও কর ছাড়া খালাস করতে পারবেন।
বিনা শুল্কে আনা যাবে যেসব পণ্য
ব্যক্তিগত ব্যবহার ও পারিবারিক উপহার হিসেবে যে ১৯টি পণ্য শুল্ক ছাড়াই আনা যাবে, তার মধ্যে রয়েছে:
দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি নতুন মোবাইল, ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ ,প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, জুসার, ফুড প্রসেসর, সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলার সরঞ্জাম, ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না, এক কার্টন সিগারেট, সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম, শুল্ক দিয়ে আনা যাবে যেসব পণ্য , পণ্যের ধরন অনুযায়ী শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে যে ১১টি পণ্য আনা যাবে, সেগুলো হলো: সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের সোনার বার (শুল্ক ৫ হাজার টাকা প্রতি ভরিতে), ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যানটেনা, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি, এয়ারগান (অনুমতির সাপেক্ষে), ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার।
গুরুত্বপূর্ণ পরিবর্তন
নতুন নিয়মে বছরে একবার একজন যাত্রী ১১৭ গ্রাম সোনার বার আনতে পারবেন, যার জন্য প্রতি ভরিতে ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। আগে একাধিকবার ১০০ গ্রাম সোনার গয়না আনতে পারলেও এখন সেটি বছরে একবারেই সীমিত করা হয়েছে।
একইসঙ্গে মোবাইল ফোন আনার বিধানেও পরিবর্তন এসেছে। এখন থেকে যাত্রীরা বছরে একবার একটি নতুন ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারবেন বিনা শুল্কে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাগেজ রুলের এই সংস্কার একদিকে যেমন রাজস্ব সুরক্ষা দেবে, অন্যদিকে যাত্রীদের জন্যও স্পষ্টতা তৈরি করবে।