রাজনীতি নিয়ে আর কিছু লিখবেন না: হতাশ শবনম ফারিয়া

রাজনীতি নিয়ে আর কিছু লিখবেন না: হতাশ শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া রাজনীতি নিয়ে আর কোনো মতামত প্রকাশ করবেন না—এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। বুধবার (২১ জুন) সন্ধ্যায় প্রকাশিত ওই পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত হতাশা ও অভিমানের কথাও জানিয়েছেন তিনি।

বর্তমানে অভিনয়ে অনেকটা অনিয়মিত এই অভিনেত্রী পেশাগতভাবে যুক্ত হয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সময় ও গল্প ভালো লাগলে অভিনয়ে ফেরেন মাঝে মধ্যে। তবে একসময় ছাত্র-জনতার আন্দোলনে সরব ভূমিকা রাখা এই শিল্পী মনে করছেন, দেশে বড় কোনো পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আর বাস্তবে রূপ নিচ্ছে না।

ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, “এই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কিছু লিখব না। কারণ, ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। আমরা কখনোই ভালো হব না।”

তিনি আরও উল্লেখ করেন, “যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না।”

জুলাই আন্দোলনের সময়কার একটি অভিজ্ঞতার কথাও জানান তিনি। ফারিয়ার ভাষায়, “যখন আন্দোলন তুঙ্গে, তখন কয়েকজন সেলিব্রিটিকে মেট্রোরেল বা বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদে ভিডিও বানাতে বলা হয়েছিল। আমিও ছিলাম তাঁদের একজন। প্রথমে না বলতে পারিনি, সময় চেয়েছিলাম। পরে অভিনেতা সিয়ামকে মেসেজ দিলে সে জানায়, কল পেয়েছে এবং না করেছে। তখন আমিও সাহস পাই, না বলে দিই।”

তিনি বলেন, “সে সময় এই না বলা নিয়ে কোথাও কিছু বলিনি। আমি রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, ভবিষ্যতেও হব না। তবু যখন দেখি কেউ লেখে—‘এরা তো ডলার খাইছে’, তখন কেবল হাসি পায়।”

ফারিয়া তার স্ট্যাটাসে আরও বলেন, “আমি এমন অনেক মানুষকে চিনি, যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে। কিন্তু জুলাই আন্দোলনের সময় তারা লাল প্রোফাইল ছবি দিয়েছিল। কারণ, কেউ যদি মানুষ হন, তাহলে একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে থাকা যায় না, তা–ই হোক সে যে দলেরই হোক।”

অভিনেত্রী হিসেবে দায়িত্বশীল অবস্থানে থেকে সময়বিশেষে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শবনম ফারিয়া। তবে এবার মনে হচ্ছে, নিজের দেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি ভীষণ হতাশ। তার ভাষায়, “আমি আর আমার দেশের কাছে কোনো প্রত্যাশা রাখি না।”

পড়ুন: বিচ্ছেদের পর আরো আকর্ষণীয় হয়েছি, বললেন হিমাংশী