২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২
- স্বাস্থ্য বার্তা
- 1 minute read
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ২ জন নারী মারা গেছেন এবং নতুন করে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১২৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের, যার মধ্যে পুরুষ ও নারী সমান সংখ্যক—১৭ জন করে।
এছাড়া, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৫০ জন। এর মধ্যে ৪ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩ হাজার ৩৪১ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, যা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। ওই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১ লাখের বেশি রোগী।
চলতি বছরের শুরুতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চলতি মৌসুমেও ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে। স্বাস্থ্য অধিদফতর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছে।