কাতারে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানি প্রেসিডেন্টের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ
- আন্তর্জাতিকলিড
- 1 minute read
গত সোমবার কাতারের ভূখণ্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা।
আমিরের দপ্তর (দিওয়ান) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দুই নেতা টেলিফোনে কথা বলেন। ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট বলেন, “হামলার লক্ষ্য কাতার বা এর জনগণ নয়। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদ ছিল মূল লক্ষ্য। এটি কাতারের জন্য কোনো হুমকি নয়।”
তিনি আরও বলেন, “একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক দৃঢ় থাকবে। এই সম্পর্ক সার্বভৌমত্ব ও সুপ্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”
প্রসঙ্গত, সোমবার ইরান আল উদেইদ ঘাঁটির দিকে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।