সন্তানদের গোপনীয়তা রক্ষায় অনড় আনুশকা শর্মা

সন্তানদের গোপনীয়তা রক্ষায় অনড় আনুশকা শর্মা

ভারতের অন্যতম আলোচিত দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তাদের দুই সন্তান—ভামিকা (৪) ও আকয় (১৫ মাস)। সন্তানদের বড় করে তুলতে এই তারকা দম্পতির পদ্ধতি এবং দর্শন পেয়েছে অনেকের প্রশংসা।

এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, শৈশবের মানসিক গঠন একজন মানুষের ব্যক্তিত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চান, সন্তানরা যেন সম্মানবোধ ও মানবিকতা নিয়ে বড় হয়। “ভালোবাসা আমাদের পরিবারের ভিত্তি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, সন্তান পালন শুধু মায়ের একক দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত পারিবারিক প্রয়াস। “পরিবার হিসেবে আমরা একসঙ্গে কাজ করি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।”

আড়ালে রাখার কারণ

অনেক সেলিব্রিটি দম্পতি সন্তানদের আলোয় আনলেও, আনুশকা ও বিরাট আলাদা পথে হাঁটছেন। তারা মনে করেন, সন্তানদের ব্যক্তিগত পরিসর থাকা উচিত। “আমরা চাই না সন্তানরা লাইমলাইটে থাকুক। এটি তারা বড় হয়ে নিজেই বেছে নিক,” বলেন আনুশকা। “বিশেষ হয়ে ওঠার চাপ বড়দের জন্যও কঠিন, ছোটদের জন্য তো আরও বেশি।”

ক্যামেরার বাইরে

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার পর থেকে আনুশকা বড় পর্দায় অনুপস্থিত। তবে ‘চাকদাহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামীর চরিত্রে তার অভিনয় এখনো মুক্তির অপেক্ষায়। প্রযোজক হিসেবে কিছু কাজ করলেও, অভিনেত্রী আপাতত পরিবারকে সময় দিতেই বেশি আগ্রহী। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, সন্তানরা একটু বড় হলে আবার অভিনয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: বিচ্ছেদের পর আরো আকর্ষণীয় হয়েছি, বললেন হিমাংশী