বরগুনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৩ জন

বরগুনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৩ জন

বরগুনায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩ জন, যা একদিনে সর্বোচ্চ। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪২ জন রোগী।

বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ৮০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ২০৬ জন। বাকি ১৩ জন ভর্তি আছেন জেলার অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। আমতলী ১, বেতাগী ২, বামনা ৬ এবং পাথরঘাটায় ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর বরগুনা জেলায় এখন পর্যন্ত মোট ২,৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২,২৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিসিন কর্মকর্তা নিরুপম দাস বলেন, “বৃষ্টির কারণে পানি জমে আবার এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। চিকিৎসার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। জনগণ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।”

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “বর্তমান সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত গুরুতর। স্থানীয়দের সচেতনতার পাশাপাশি জরুরি ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।”