ভিডিও অপসারণ ও ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ
- বাংলাদেশলিড
- 1 minute read
কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ভুক্তভোগী নারী যেন মানসিক ও শারীরিকভাবে পুনর্বাসনের প্রয়োজনীয় সহায়তা পান, তা সংশ্লিষ্ট প্রশাসনকে নিশ্চিত করতে হবে।