গাজা উপত্যকার ৮৫ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে: জাতিসংঘ
- আন্তর্জাতিকলিড
- 1 minute read
জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অথবা উচ্ছেদের মুখে রয়েছে — অনেক জায়গায় দুটো অবস্থাই একসঙ্গে বিরাজ করছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা থেকে বঞ্চিত করছে এবং বিপদের মুখে থাকা লোকজনের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
তিনি জানান, সম্প্রতি খান ইউনিসের দুটি এলাকায় নতুন করে উচ্ছেদ আদেশ জারি হয়েছে, যেখানে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করেন। এর প্রভাবে আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে প্রবেশ বর্তমানে সম্ভব নয়।
আল সাতার হলো খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং এটি ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি মূল উৎস। ডুজারিক বলেন, “এই জলাধার ক্ষতিগ্রস্ত হলে গোটা শহরের পানি সরবরাহব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, যা ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করবে।”
তিনি আরও জানান, এই উচ্ছেদ আদেশগুলো মানুষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং বাস্তুচ্যুতদের আরও সংকীর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে।
ডুজারিক বলেন, “মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত গাজায় প্রায় ৭ লাখ ১৪ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২৯ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “গত চার মাসে গাজায় কোনো আশ্রয় সহায়তা পৌঁছায়নি। আমাদের অংশীদার সংস্থাগুলোর মতে, জরিপ করা ৯৭ শতাংশ এলাকায় বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।”