ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সাত বছর আগে ইয়াংগুনে ৫-০ গোলে হারা সেই বাংলাদেশ নারী দল আজ বদলে গেছে। এবার একই ভেন্যুতে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাফুফের মেয়েরা। দুইটি অসাধারণ গোল করে ম্যাচের নায়ক ঋতুপর্ণা চাকমা।

নারী ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ছিল গ্রুপের ফেভারিট। এমন এক দলকে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে এক পা দিয়ে ফেলেছে বাংলাদেশ।

আজই গ্রুপ নির্ধারণ হয়ে যেতে পারে। বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচটি ড্র হলে কিংবা বাহরাইন হেরে গেলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মূল পর্বে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। তা না হলে ৫ জুলাই গ্রুপের শেষ ম্যাচেই হবে নির্ধারণ।

ম্যাচের চিত্র:

ম্যাচের শুরুতে মিয়ানমার আক্রমণে ছড়ি ঘোরালেও ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে ঋতুপর্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শটটি মানব দেয়ালে লেগে ফিরলে আবার বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশ করেন তিনি।

প্রথমার্ধেই আরও কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ, তবে গোল হয়নি। মিয়ানমারও দুটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করে।

দ্বিতীয়ার্ধেও টানটান উত্তেজনা বজায় ছিল। ৭১ মিনিটে প্রতিপক্ষের ভুল পাস কেড়ে নিয়ে বাঁদিক থেকে ঋতুপর্ণার চমৎকার ক্রসে দ্বিতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করেন তিনি।

৮৯ মিনিটে মিয়ানমার একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:
রুপনা চাকমা, আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।