ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
- জাতীয়
- 1 minute read
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি হয়েছে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নানকে। মৃত্যুর দুই মাস পর তাকে মামলার আসামি করা হয়েছে।
মামলাটির বাদী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আব্দুল আলীম দুলাল (২২)। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন।
মৃত ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে বাদীর ভাই জামায়াত কর্মী শফিকুল ইসলাম বলেন, “আমাদের মুরুব্বিরা সবকিছু করেছেন। এ বিষয়ে কথা বলতে হলে মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন সরকার বলেন, “মামলা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, আগে খোঁজ নিয়ে তারপর বলতে পারব।”
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “আসামির তালিকায় মৃত ব্যক্তি আছেন কি-না, সেটা খতিয়ে দেখব। যদি সত্যি এমন হয়ে থাকে, তাহলে অভিযোগপত্র দাখিলের সময় তাকে অব্যাহতি দেওয়া হবে।”