ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, “আজ (মস্কো সময়) সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।”

ইস্টার সানডে, খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, আগামীকাল রোববার পালন হবে। এই উপলক্ষে পুতিন বলেন, “আমি নির্দেশ দিচ্ছি, এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “মানবিক বিবেচনায়” এই যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।

যুদ্ধবিরতির এই ঘোষণার পর পুতিন আশা প্রকাশ করেছেন যে, ইউক্রেনও রাশিয়ার এই পদক্ষেপ অনুসরণ করবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন, শত্রুর উসকানি বা আক্রমণাত্মক কার্যক্রমের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত থাকতে হবে।”

এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে এবং ২০২৩ সালের জানুয়ারিতে অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির চেষ্টা করা হয়েছিল, কিন্তু উভয় পক্ষ একমত না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। এই নতুন যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক মহলে কিছুটা আশাবাদ সৃষ্টি হলেও বাস্তবায়ন নিয়ে সংশয়ও রয়েছে।

 

পড়ুন: চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের