মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সেভেন সন্স হোটেলকে লেবেলবিহীন জুস বিক্রির দায়ে ৫ হাজার টাকা, শর্মা হাউজকে নিম্নমানের খাবার পরিবেশন ও কোম্পানির লেবেল না থাকায় ১০ হাজার টাকা এবং বিক্রমপুর স্টোরকে একই ধরনের অপরাধে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি বিবরণ কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।