ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর
- আন্তর্জাতিক
- 1 minute read
বিশ্বের সাতটি শক্তিশালী অর্থনৈতিক শক্তির জোট জি-৭ ও যুক্তরাষ্ট্র সম্প্রতি এক যৌথ বিবৃতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের প্রতি সংঘাত পরিহার ও সংলাপের মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জি-৭ নেতারা বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তারা সন্ত্রাসবাদ, মানবাধিকার এবং কাশ্মীর ইস্যুতে উদ্ভূত সমস্যাগুলোর শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা বাড়ছে এবং রাজনৈতিক ভাষ্যগুলো আরও কঠোর হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের এমন উদ্যোগ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে।
ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৭ সাল থেকে তিনটি যুদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় দুই দেশের সম্পর্কে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
জি-৭ ও যুক্তরাষ্ট্রের এই আহ্বান আবারও মনে করিয়ে দিল—আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে পারস্পরিক সংলাপের কোন বিকল্প নেই।