নেত্রকোনার বারহাট্টায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
- লার্নিং নেটওয়ার্ক (বাংলা)
- 1 minute read
নেত্রকোনা, ১০ মে ২০২৫ (শনিবার): “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫।
বারহাট্টা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত হয় দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। আরও বক্তব্য দেন বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন ।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, “প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার ভিত্তি। শিশুদের মাঝে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে মানসম্মত শিক্ষা অপরিহার্য। এই ধরনের আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের এ আয়োজন প্রমাণ করে—শিক্ষার মানোন্নয়নে বারহাট্টা উপজেলার প্রশাসন ও শিক্ষাব্যবস্থার সংশ্লিষ্টরা কতটা অঙ্গীকারবদ্ধ।