নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বইমেলা এবং মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতির পদ ছাড়লেন ড. নুরুন নবী
- নিউ ইয়র্ক
- 2 minutes read
আসলাম আহমাদ খান, নিউ ইয়র্ক, ৯ মে ২০২৫: বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বঙ্গবন্ধু বইমেলা। ‘একাত্তরের প্রহরী’ নামের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামেই এই বইমেলার নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান, প্রতি বছর এই বইমেলাটি অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রগতিশীলতার পতাকা বহন করে এগিয়ে যাবে, এমন পরিকল্পনাই নেওয়া হয়েছে।
এদিকে বইমেলা শুরুর ঠিক দুই সপ্তাহ আগে, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. নুরুন নবী পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বইমেলা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি আদর্শিক প্রতিষ্ঠান। কিন্তু মুক্তধারা গ্রন্থবিতানের মালিক ও তার অনুসারীরা মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত করে জঙ্গিবাদ ও মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছেন, এমন শক্তির সঙ্গে আমি একাত্ম হতে পারি না।”
ড. নবী আরও বলেন, “যারা জাতির পিতাকে অবমাননা করেছে, ধানমন্ডি ৩২ নম্বর পুড়িয়ে উল্লাস করেছে—তাদের হাতে বইমেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এমনকি এবারের মেলার উদ্বোধক হিসেবে এমন একজনকে রাখা হয়েছে, যিনি মৌলবাদী লেখকদের প্রতিনিধি হিসেবে পরিচিত।”
পদত্যাগের পর ৭ মে ড. নবী নিউ ইয়র্কে ‘একাত্তরের প্রহরী’র ব্যানারে মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, “আমি ঐক্য রক্ষায় চেষ্টা করেছিলাম, কিন্তু মুক্তধারার বর্তমান অবস্থান প্রগতিশীলতার পরিপন্থী হয়ে উঠেছে।”
সভায় উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ জানান, নিউ ইয়র্কের মতো একটি অসাম্প্রদায়িক শহরে মৌলবাদীদের আধিপত্য মেনে নেওয়া যায় না। সেই লক্ষ্যে প্রতি বছর ‘বঙ্গবন্ধু বইমেলা’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মেলার আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা ও নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নুরুন নবীকে। তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, ড. দিলীপ নাথ, কবি ফকির ইলিয়াস, লুৎফুন্নাহার লতা, মিনহাজ আহমেদ সাম্মু, এনি ফেরদৌস, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, গোপন সাহা, রওশন আরা নীপা, স্মৃতি ভদ্র, তাহরিনা প্রীতি এবং আরও অনেকে।
মেলার স্থান ও পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।