চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার
- চট্টগ্রাম
- 1 minute read
চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান জানান, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।
জিনাত সোহানা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এবং সাবেক অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর। এছাড়াও তিনি বেসরকারি কারা পরিদর্শক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএরও সাবেক সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।