নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ — প্রবাসে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনায় নতুন জাগরণ
- আন্তর্জাতিকনিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
- 4 minutes read
আসলাম আহমাদ খান, নিউইয়র্ক, ২০ মে: ‘আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল’—এই স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রথম ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। ২৪ ও ২৫ মে—এই দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে – ৬৩১০৮ উডহ্যাভেন বুলেভার্ড, রিগোপার্ক, এনওয়াই ১১৩৭৪ (63-108 Woodhaven Blvd, Rego Park, NY 11374) এ অবস্থিত ‘জয়া পার্টি হলে’।
আয়োজক সূত্রে জানা গেছে, অল্প সময়ের নোটিশে হলেও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় ১১টি প্রকাশনী সংস্থা ও স্টল অংশ নিচ্ছে। মেলার উদ্বোধনী আয়োজনে প্রবাসী দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং বেলাল বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা, যাঁদের উপস্থিতি মেলাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।
বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে একটি সংগঠক কমিটি। এর মধ্যে আয়োজক কমিটিতে আছেন-
আহ্বায়ক: ড. নুরুন নবী
যুগ্ম আহ্বায়কগণ: তাজুল ইমাম, লুৎফুন্নাহার লতা, মিথুন আহমেদ, অ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ সাম্মু ও ফকির ইলিয়াস
সদস্য-সচিব: স্বীকৃতি বড়ুয়া
যুগ্ম সদস্য-সচিব: গোপাল সান্ন্যাল
উপকমিটি ও দায়িত্বপ্রাপ্তরা
• মিডিয়া সংযোজক: ফকির ইলিয়াস
• মিডিয়া টিম: লাবলু আনসার, আসলাম আহমাদ খান, ওমর আলী, আব্দুল হামিদ
• অর্থ কমিটি: সংযোজনকারি আব্দুল কাদের মিয়া; সহযোগী: জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, কামাল হোসেন মিঠু
• স্টল ব্যবস্থাপনা: গোপাল সান্ন্যাল; সহযোগী: পঙ্কজ তালুকদার, জয়তুর্জ চৌধুরী
• সেমিনার: মিনহাজ আহমেদ; সহযোগী: ফকির ইলিয়াস
• সাংস্কৃতিক আয়োজন: উপদেষ্টা তাজুল ইমাম; সংযোজক: অ্যানি ফেরদৌস; সহযোগী: তাহরিনা প্রীতি, সাবিনা শারমিন নিরু
• শিশুদের অনুষ্ঠান: নিলুফার জাহান; সহযোগী: পারভিন সুলতানা, সিসিলিয়া মোরাল আরজু, কানিজ হোসনা আকবরি
• আবৃত্তি পর্ব: উপদেষ্টা মিথুন আহমেদ; সংযোজক: গোপন সাহা; সহযোগী: ড. বিলকিস আহমেদ দোলা, স্বাধীন মজুমদার, মুমু আনসারী
• স্বরচিত কবিতা: সংযোজনকারি মঞ্জুর কাদের; সহযোগী: মিশুক সেলিম, খালেদ শরফুদ্দিন, আবু সাঈদ রতন
• গ্রন্থ মোড়ক উন্মোচন ও আলোচনা: জি এইচ আরজু; সহযোগী: নাজনিন সিমন, ফারহানা ইলিয়াস তুলি
• অভ্যর্থনা: রওশনআরা নিপা; সহযোগী: সুতপা মন্ডল, ঝর্ণা চৌধুরী
• মঞ্চসজ্জা: উপদেষ্টা তাজুল ইমাম; সংযোজক: মিল্টন আহমেদ; সহযোগী: আজিজুল ইসলাম তারিফ, টিপু আলম, পঙ্কজ তালুকদার
• চিত্র প্রদর্শনী ও আর্কাইভ: এয়াকুব আলী মিঠু
• উপস্থাপনা: স্বাধীন মজুমদার, সাবিনা শারমিন নিরু, গোপন সাহা ও মঞ্জুর কাদের
- স্টল ব্যবস্থাপনা, সংযোজক – স্মৃতি ভদ্র
আয়োজকরা জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে প্রবাসীদের এই উদ্যোগ
তারা আরো বলেছেন, এই বইমেলাকে ঘিরে কানাডা, অট্রেলিয়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের আগমন ঘটছে। অভিজ্ঞ ও নবীন—সব শ্রেণির লেখক ও শিল্পীর অংশগ্রহণ বইমেলাকে প্রাণবন্ত করে তুলবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসেবে বিবেচিত হচ্ছে।
সুধীমহলের অভিমত, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রবাসে এক দৃঢ় সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। রাজাকার, আলবদর, আলশামস ও জামাত-শিবিরের ষড়যন্ত্র মোকাবিলায় এই মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।
পড়ুন: নিউইয়র্ক বঙ্গবন্ধু বইমেলা ২০২৫ অংশগ্রহণকারীর প্রতিক্রিয়া-৩