এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ – ডিএমপির নির্দেশনা
- আইন ও বিচার
- 1 minute read
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫। এ উপলক্ষে ঢাকার পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিষেধাজ্ঞা পরীক্ষা চলাকালীন প্রতিদিনই বলবৎ থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। সে অনুযায়ী এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে।
ডিএমপির পক্ষ থেকে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অভিভাবক, সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।