মার্কিন হামলার পর ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইট: বাড়ছে ঝুঁকি ও খরচ

মার্কিন হামলার পর ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইট: বাড়ছে ঝুঁকি ও খরচ

মধ্যপ্রাচ্যের আকাশপথে আবারও উত্তেজনা। ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ব্যাপকভাবে এড়িয়ে চলছে অঞ্চলটির আকাশসীমা। বিশেষত, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক অভিযানের পর রোববার (২২ জুন) থেকে এই প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সেবা Flightradar24।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, ইরাক, সিরিয়া এবং ইসরায়েলের আকাশসীমার ওপর দিয়ে বর্তমানে কোনও বাণিজ্যিক বিমান চলাচল করছে না। এসব বিমান বাড়তি সময় ও জ্বালানির খরচ স্বীকার করে উত্তর দিকে কাস্পিয়ান সাগর অথবা দক্ষিণ দিকে মিশর ও সৌদি আরব হয়ে বিকল্প রুটে যাতায়াত করছে।

এ পরিস্থিতিতে বিমান নিরাপত্তা ও ঝুঁকি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান Safe Airspace সতর্ক করেছে, ইরানে হামলার জেরে মার্কিন ও পশ্চিমা বিমান সংস্থাগুলোর জন্য ঝুঁকি বাড়তে পারে। যদিও এখন পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের বিরুদ্ধে সরাসরি কোনও হুমকি উচ্চারণ করা হয়নি, তবুও ইরান বারবার মার্কিন স্বার্থে আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে আসছে—যা সরাসরি বা হিজবুল্লাহর মতো মিত্র গোষ্ঠীর মাধ্যমে ঘটতে পারে।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের একটি সামরিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এর পরপরই বহু আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহার স্থগিত করে। তবে আশপাশের দেশগুলো থেকে আটকা পড়া ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে কিছু নির্দিষ্ট ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথে এই পরিবর্তন কেবল বিমান খরচই বাড়াবে না, বরং আঞ্চলিক উত্তেজনার প্রভাব বিশ্বব্যাপী বিমান চলাচল এবং যাত্রীসেবা ব্যবস্থাতেও ফেলবে দীর্ঘস্থায়ী ছাপ।

পড়ুন : নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা ও চড়ুইভাতি ২০২৫