বৃহস্পতিবার শুরু এইচএসসি, কঠোর নিরাপত্তায় অংশ নেবে ১২.৫ লাখ শিক্ষার্থী

বৃহস্পতিবার শুরু এইচএসসি, কঠোর নিরাপত্তায় অংশ নেবে ১২.৫ লাখ শিক্ষার্থী

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, ২৬ জুন। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী।

গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৮২ জন কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। প্রশ্নফাঁস রোধ, কেন্দ্রের নিরাপত্তা এবং গুজব প্রতিরোধে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনাও জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা, যার মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, সঠিকভাবে ওএমআর পূরণ, নির্ধারিত ক্যালকুলেটর ব্যবহার, এবং পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।

ঢাকা বোর্ডের পক্ষ থেকে আরও ৩৩টি নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে: প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক, প্রশ্নপত্র খোলা ও ফেরতের নির্দিষ্ট নিয়ম, সিসিটিভি ক্যামেরা স্থাপন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং পরীক্ষা কেন্দ্রে শুধু এনালগ ঘড়ির অনুমতি।

স্বাস্থ্যবিধিও গুরুত্ব পেয়েছে—কেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।