এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা
- বাংলাদেশলিড
- 1 minute read
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান গেট আইন-শৃঙ্খলা বাহিনী বন্ধ করে রাখে। ফলে কেউ ভিতরে প্রবেশ বা বাইরে বের হতে পারছেন না।
পরিষদের নেতাদের অভিযোগ, সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারসহ বেশ কয়েকজনকে এনবিআর প্রাঙ্গণে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তাদের জানানো হয়েছে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। অথচ নিজের অফিসে ঢুকতে পারছি না। আমরা আলোচনার বিপক্ষে নই, কিন্তু আমাদের আলোচনায়ই ডাকা হয়নি।”
আজকের আলোচনায় শুধুমাত্র কর ও কাস্টমস ক্যাডারের নির্দিষ্ট প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পরিষদের দাবি, যারা আলোচনায় অংশ নিচ্ছেন, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নন, বরং আন্দোলন ব্যাহত করছেন। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত প্রতিনিধিদের ডাকলেই তারা আলোচনা করতে প্রস্তুত।
এর আগে, গতকাল এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে ২৮ জুন থেকে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংস্কার ঐক্য পরিষদের মতে, ২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু তাদের ১৩ জনের মধ্যে মাত্র দুইজনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। অথচ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে—যা নেতারা প্রত্যাখ্যান করেছেন।
পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করলে তারা আলোচনায় অংশ নেবে না। তাদের দাবি, “সরকারের রাজস্ব সংস্কারের সূচনা হবে বর্তমান চেয়ারম্যানকে অপসারণের মধ্য দিয়ে।”
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ বিকেল ৫টায় বিসিএস (কর) ও (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও সংস্কার পরিষদের কোনো প্রতিনিধি সেই আলোচনায় অংশ নিচ্ছেন না।
এদিকে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ভ্যাট, কাস্টমস ও আয়কর বিভাগের সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতির কর্মসূচি চলছে। আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এর বাইরে রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মে সরকার এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করলে এর প্রতিবাদে এনবিআরের কর্মকর্তারা আন্দোলনে নামেন। সরকার পরে জানায় এনবিআর বিলুপ্ত নয়, বরং এটিকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। তবে সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণসহ কিছু দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।