সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
- বাংলাদেশ
- 1 minute read
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
এর আগে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান ২২ জুন শেরেবাংলা নগর থানায় একটি মামলা (নম্বর-১১) দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনজন সাবেক সিইসি সহ মোট ২৪ জনকে আসামি করা হয়। কাজী হাবিবুল আউয়ালও ওই মামলার আসামিদের একজন।
একই মামলায় অপর আসামি, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।